• ঢাকা
  • |
  • বুধবার ১লা মাঘ ১৪৩২ দুপুর ০১:২৭:১৭ (14-Jan-2026)
  • - ৩৩° সে:
গজারিয়ায় জান্নাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

গজারিয়ায় জান্নাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) হত্যার ঘটনায় পরিকল্পিত হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হলে মানববন্ধনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহার করেন।মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ ডিসেম্বর শনিবার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রকাশ্যে ও পূর্বপরিকল্পিতভাবে মো. আব্দুল হকের ছেলে মো. জান্নাত হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।তারা আরও জানান, ২০ ডিসেম্বর হত্যার ঘটনার পরে মামলা দায়ের হলেও এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো আসামি আটক করতে পারেনি।নিহত জান্নাত হোসেনের মা জাহানা বেগম বলেন, “আমার ছেলে কোনো অপরাধ করেনি। পরিকল্পিতভাবে আমার সন্তানকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি মা হিসেবে সরকারের কাছে শুধু একটাই দাবি-আমার ছেলের খুনিদের ফাঁসি চাই। যেন আর কোনো মা এভাবে সন্তান হারাতে না হয়।”