ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ‘এ’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই ইউনিটে এ কেন্দ্রে অংশ নিয়েছেন ৮,৮৬০ জন পরীক্ষার্থী।
৯ মে শুক্রবার দুপুর ১১টায় পরীক্ষা শুরু হয়েছে। এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই ইউনিটে মোট বিশ্ববিদ্যালয়ের সাতটি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হলগুলো হলো- ইবনে সিনা বিজ্ঞান ভবন, রবীন্দ্র নজরুল কলা ভবন, অনুষদ ভবন, ব্যবসায় প্রশাসন ভবন, মীর মশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবন, ফলিত বিজ্ঞান ভবন, ল্যাবরেটরি স্কুল ভবন। ভর্তিচ্ছুদের তল্লাশি করে মেইনগেট দিয়ে প্রায় দেড় ঘন্টা আগেই প্রবেশ করানো হয়েছে।
জানা গেছে, পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যম রয়েছেন আনসার, পুলিশ, র্যাব, ট্র্যাফিক এবং জেলা রেজিস্ট্রেট। এ ছাড়া ক্যাম্পাসের পকেটগেট গুলোতে পুলিশ পাহারায় রয়েছে। ভর্তিচ্ছুদের সহযোগিতায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের হেল্প ডেস্ক, ভ্রাম্যমাণ আদালত, রোভার স্কাউট ও বিএনসিসি।
এ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, এ ইউনিটের পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় আট হাজার ৮৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষায় শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শেষ করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available