রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অবশেষে দীর্ঘ আট বছরের জটিলতা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কর্তৃক অনুমোদিত হয়েছে।
৭ মে বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সাল থেকে ২০২৯ সাল মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পে দীর্ঘসূত্রতার পেছনে ছিল বাজেট ও প্রকল্পের আকার নিয়ে একাধিকবার সংশোধনের প্রক্রিয়া। ২০১৮ সালের ডিসেম্বরে প্রথম প্রস্তাবনায় ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ২৩৪ কোটি টাকা। কিন্তু তা ফিরিয়ে দিয়ে ব্যয় কমানোর সুপারিশ করা হয়। এরপর আরও সাতবার সংশোধিত প্রকল্প প্রস্তাব পাঠানো হলেও তা অনুমোদন পায়নি।
সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্তাবিত ব্যয় ৮৯ শতাংশ কমিয়ে ৯৯৫ কোটি ১২ লাখ টাকায় নামিয়ে আনা হয়। এরপরও ইউজিসির পর্যালোচনা সভায় ব্যয় আরও কমানোর সুপারিশ আসে। তবে বারবার সংশোধন ও পর্যালোচনার পর এবার প্রকল্পটি অনুমোদিত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারে স্বস্তি ফিরে এসেছে।
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। স্থানীয় জনসাধারণও তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীতে তৎকালীন প্রধানমন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ১১ মে মন্ত্রিসভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৫’-এর খসড়া অনুমোদন পায় এবং ২০১৭ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে আইনটি পাস হয়।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ অনুমোদনের মাধ্যমে অবশেষে শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্বপ্নপূরণের পথে অগ্রসর হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available