• ঢাকা
  • |
  • বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০১:২৩:১৬ (21-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০১:২৩:১৬ (21-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মিরপুরে ডাম্প ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

২০ মে ২০২৫ রাত ০৮:৪৮:১১

মিরপুরে ডাম্প ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিব তুষার (৪০) ও রাব্বি (৩৯) নামে দুই যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত আরও একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখোমুখি সংঘর্ষে একটি মটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

২০ মে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার যোগিপোল এলাকার কুষ্টিয়া–মেহেরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

আহসান হাবিব তুষার কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন  বিশ্বাসের ছেলে  ও রাব্বি  একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে ।

নিহত দুইজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আহত ব্যক্তির নাম প্রশান্ত হালদার (৩৫)। তিনি জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগিপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়ে এবং তাদের ব্যবহৃত মটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় তাদের মটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মটরসাইকেল ও পাখিভ্যানে ধাক্কা লাগে।

এ সময় পাখিভ্যানের যাত্রী ও মটরসাইকেলে থাকা প্রশান্ত নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে। এদের মধ্যে তুষার, রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়।

হাসপাতালে চি‌কিৎসাধীন আহত প্রশান্ত হালদার ব‌লেন, আমার মটরসাইকেল পেছ‌নে ছিল। ট্রা‌কের সা‌থে সাম‌নের মটরসাইকে‌লের সংঘর্ষ হ‌লে আমার মটরসাইকেলের সা‌থে ধাক্কা লা‌গে। তখন আমিও রাস্তায় ছিট‌কে প‌ড়ি।

মৃত‌্যুর বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নাসিম রেজা নীলু বলেন, ঘটনা শোনার পর ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউনিট ঘটনাস্থলে গি‌য়ে মটরসাইকে‌লে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। ত‌বে আগু‌নে মটরসাইকেল‌টি পু‌রে গে‌ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, জান‌তে পেরেছি দুইজন মারা গে‌ছেন। ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাক জব্দ ক‌রে থানায় নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ