কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানাধীন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক জুয়া বন্ধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
২০ মে মঙ্গলবার বিকেলে হারাগাছ পৌরসভার হলরুমে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) নরেশ চাকমা এবং বিশেষ অতিথি ছিলেন ডিসি ক্রাইম (উত্তর) মো. ফারুক হোসেন।
হারাগাছ থানার ওসি মোমিনুল ইসলাম সোহেলের সভাপতিত্বে আলোচনায় হারাগাছ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমীন দাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন পৌর শাখার সিনি. সহসভাপতি হাফেজ মো. আব্দুল্লাহ আল হারুন, জামায়াতের পৌর ওয়ার্ড শাখার সেক্রেটারি আরিফুজ্জামান রাঙ্গা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক রুবায়েত কবীর, যুব জামায়াতের পৌর শাখার সভাপতি মনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।
সভায় থানা পুলিশের আচরণ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, জুয়া, সন্ত্রাস, চুরি প্রতিরোধে পুলিশের করণীয় বিষয়ে আলোচনা হয়।
অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) নরেশ চাকমা বলেন, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক ও জুয়া বন্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার করার আহ্বান জানান স্থানীয়দের প্রতি। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণ নিশ্চিতকরণ মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available