চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পৃথক স্থানে তিনজন নিহত হয়েছে।
২০ মে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।
নিহতরা হলো সদর উপজেলার চরমোহনপুর গ্রামের মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫) এবং শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত. শিু হাজির ছেলে তাসবুল ইসলাম (৪৭) ও ছত্রাজিতপুর ইউনিয়নের বহরমপুর হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৫)।
স্থানীয়দের, নিহতদের স্বজন ও পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ভারি বৃষ্টিপাত শুরু হয় জেলাজুড়ে। সাথে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে। এ সময় সদর উপজেলার চরমোহনপুর এলাকার খাইরুল ইসলাম মাঠে ধান কাটাতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সময় বজ্রপাতে মারা যায় খাইরুল ইসলাম।
এদিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে মারা যায় তাসবুল ইসলাম। এ সময় তার ৩টি গরুও মারা যায় বজ্রপাতে। অপরদিকে, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৪ নং বাঁধ এলাকায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মারা যায় জালাল উদ্দিন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available