• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:১৩:২১ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:১৩:২১ (09-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

প্রশাসনিক ভবনের সামনে কুয়েট শিক্ষার্থীদের রাত যাপন

১৪ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৫:২৫

প্রশাসনিক ভবনের সামনে কুয়েট শিক্ষার্থীদের রাত যাপন

খুলনা ব্যুরো: হল খুলে দেয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে রাত যাপন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের  শিক্ষার্থীরা।

১৩ এপ্রিল রোববার রাত ৯টা থেকে তারা সারা রাত অবস্থান করেন। আজ ১৪ এপ্রিল সোমাবার তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কুয়েটের শিক্ষার্থীরা রোববার দুপুর ১২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে জড়ো হতে থাকেন। দুপুর সোয়া দুইটায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরিচয়পত্র নিশ্চিত করে তাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেন। ক্যাম্পাসে প্রবেশ করে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা রাত ৮টার মধ্যে হল খুলে দেয়ার আল্টিমেটাম দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে প্রশাসনিক ভবনের সামনে রাত যাপনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। সেই কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা রাত ৯টা থেকে সোমবার সকাল পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন।

আন্দোলনকরীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নিলে কোনো শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করবে না। শিক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে হলে ওঠার জন্যই এখানে এসেছে। কোনভাবেই তাদের এই আন্দোলন বৃথা যেতে দেবে না। কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে আজ সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ