একদফা দাবিতে কুয়েট ভিসির প্রতীকী চেয়ারে আগুন শিক্ষার্থীদের
খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশসহ ভিসির প্রতীকী গদিতে আগুন জ্বালিয়েছে।১৯ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে।দুর্বার বাংলার সামনে শিক্ষার্থীরা সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে ঘুরে পুনরায় দুর্বার বাংলার সামনে এসে শেষ করে। পরে ভিসির পদত্যাগের দাবিতে প্রতীকী চেয়ারে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।এ সময় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর ভিসির পদত্যাগের দাবি সম্পর্কে বিশ্ববিদ্যালের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি কুয়েট ক্যাম্পাসে একটি ক্ষুদ্র সংখ্যক শিক্ষার্থীর উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচটি দাবি বাস্তবায়ন করেছে। তবুও ভিসির পদত্যাগের অযৌক্তিক দাবি তুলে আন্দোলন অব্যাহত রাখা সম্পূর্ণ অগ্রহণ যোগ্য এবং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।