আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল এবং তার এক সহযোগী জুয়েল মাদবরকে গ্রেফতার করেছে র্যাব-৪।
৯ মে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে র্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহামুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে, ঢাকার ধামরাই উপজেলাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার আশরাফ আলী মণ্ডলের ছেলে আমজাদ মন্ডল (৪৫) এবং একই এলাকার সেরাজ উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর (৩৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুরে অভিযান চালিয়ে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডলসহ তার এক সহযোগী জুয়েলকে গ্রেফতার করা হয়।
নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার নায়েব আলী মণ্ডলের ছেলে। তিনি তার বড় ভাইয়ের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন। বেশকিছু দিন ধরে গ্রেফতার আমজাত মন্ডল গংদের সাথে মাছের ঘের নিয়ে বিবাদ চলে আসছিল। এর প্রেক্ষিতে গত ৭ মে সকালে রুবেল মন্ডলকে মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদের মীমাংসার কথা বলে বিবাদীরা আশুলিয়া থানাধীন পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেয় এবং একই দিনে রুবেল মন্ডল এর নিজ মাছের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ মহদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে র্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।
পরবর্তীতে র্যাব-৪ প্রযুক্তির সহায়তায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্ত্রীর নেতৃত্বে সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, শান্ত, গরুর ডা: জাকির, আমজাদ মন্ডল, জাইদুল মন্ডল, হামেদ মাদবর, কুদ্দুস মন্ডল, জুয়েল মাদবর, মুনসুর মন্ডল, আব্দুল হাই হায়েল , সেলিম মন্ডল, আবুল কাশেম দেওয়ান ও মিলন মণ্ডলসহ অজ্ঞাত আরও ৬-৭ জন রুবেল হত্যা কান্ডে জড়িত'র অভিযোগে তাদেরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available