হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শেখটোলায় গরুর হাট থেকে ২ লাখ ৬১ হাজার টাকা দিয়ে দুটি গরু কিনে আনার ৩ দিন পর বাড়ি থেকে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ বলে গরুগুলো তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বিরুদ্ধে।
৯ মে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের মৃত নাজিম শেখের ছেলে তরিকুল ইসলামের বাড়ি থেকে দুটি গরু নিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির একটি দল।
জানা যায়, গত ৬ মে মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার তর্ত্তীপুর পশু হাট থেকে ২ লাখ ৬১ হাজার টাকায় গরু দুটি ক্রয় করেন তরিকুল ইসলাম। এরমধ্যে একটি গরুর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা ও আরেকটির দাম ১ লাখ ২৬ হাজার টাকা। ৩ জন মিলে ব্যবসা করার উদ্দেশ্যে তারা গরুগুলো কিনেছিলেন। তারা হলেন- তরিকুল ইসলাম, মাসুদ রানা, মিলন আলী। তবে গরুগুলো কেনার পর তরিকুল ইসলামের বাড়িতে ছিল।
ক্ষুদ্র ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, আমরা তিন জন মিলে গরু দুটি হাটে উপজেলার উজিরপুরের তোজাম্মেলের কাছ থেকে কিনেছিলাম। সীমান্তবর্তী এলাকার নিয়ম অনুযায়ী, গরু কেনার পর ৬ মে মঙ্গলবার পশু বিক্রয়ের ছাড়পত্র করা হয় উজিরপুর ইউনিয়ন পরিষদ থেকে। এমনকি ছাড়পত্রে সাক্ষর করেন উজিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব।
তিনি আরও বলেন, অনেক কষ্টে টাকা ম্যানেজ করে তিন জন মিলে কিছু লাভের আশায় গরু দুটি সকল নিয়ম মেনে কিনেছিলাম। গরুগুলো বাসায় এনে লালনপালন করছিলাম। কিন্তু ৯ মে শুক্রবার সন্ধ্যার পর বিজিবি সদস্যরা বাসায় এসে নিয়ে যায়। এসময় হাটের ছাড়পত্র ও ইউনিয়ন পরিষদের ছাড়পত্র দেখালেও তারা কোন কথা শোনেননি। আমরা পথে বসে গেছি। এর সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ চাই আমরা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, গরু আটকের বিষয়ে বিওপিতে কথা বলেন। এমনকি এ নিয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available