• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ সকাল ০৮:০৮:২১ (04-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ সকাল ০৮:০৮:২১ (04-Jul-2025)
  • - ৩৩° সে:

জাসদ কর্মী হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কু‌ষ্টিয়ার মিরপু‌রে পূর্বশত্রুতার জেরে জাসদ কর্মী জ‌মির উদ্দিন‌কে প্রকাশ্যে পি‌টি‌য়ে হত্যার ঘটনায় অ‌ভিযুক্ত ছাত্রদল নেতা অনিকসহ তিনজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।১ জুলাই মঙ্গলবার ভোররা‌তে উপ‌জেলার আমবা‌ড়িয়া ইউনিয়নের আমবা‌ড়িয়া গ্রা‌মে অভিযান চা‌লি‌য়ে সা‌বেক এক‌ ইউপি চেয়ারম্যানেন বা‌ড়ি থে‌কে তাদের আটক করে পু‌লিশ।আটকরা হলেন, মিরপুর উপ‌জেলার আমলা ইউনিয়নের মিটন গ্রা‌মের সোনারুল খা‌নের ছে‌লে অনিক খান (২৪), একই গ্রা‌মের মৃত ফারুক হো‌সে‌নের ছে‌লে নাঈম (২৩) ও নিমাই চাঁ‌দের ছে‌লে নাঈম (২৩)। এদের ম‌ধ্যে অনিক আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপ‌তি।  এর আগে গতকাল সোমবার দুপু‌রে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহে্র সামনে পূর্ব শত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সাথে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখা‌নে তার মৃত্যু হয়।নিহতের স্ত্রী জোৎস্না খাতু‌নের দা‌বি প্রায় দেড় বছর আগে কোন এক ঘটনায় স্থানীয় চা‌য়ের দো‌কা‌নে অনিক‌কে থাপ্পড় মে‌রে‌ছিল তার স্বামী। সেই ঘটনার প্রতি‌শোধ নি‌তেই তা‌কে হত্যা ক‌রা হ‌য়ে‌ছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম  জানান,‌ আমবা‌ড়িয়া গ্রাম থে‌কে ঘটনার সা‌থে জ‌ড়িত তিন জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মৃত জমির উদ্দিন এর ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।