• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ দুপুর ১২:১২:১১ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ দুপুর ১২:১২:১১ (08-May-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

গাজীপুরে লুট হওয়া ৯৮ লাখ টাকাসহ ডাকাত দল গ্রেফতার

৭ মে ২০২৫ রাত ০৮:৩৫:৫৩

গাজীপুরে লুট হওয়া ৯৮ লাখ টাকাসহ ডাকাত দল গ্রেফতার

পুবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের গোয়েন্দা ডিবি পুলিশ পরিচয়ে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ ৯৮ লাখ টাকা লুটের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

উদ্ধার করা হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা লুটের পুরো টাকা ডাকাতরা দশ ভাগে নিয়ে যায়। শুক্রবার পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঐ তথ্য নিশ্চিত করেন।

গত ১৪ এপ্রিল গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় আউটপাড়া রিয়াজ টাওয়ারের ষষ্ঠ তলায় অবস্থিত মাল্টিপয়েন্ট এই ঘটনা ঘটে । ওইদিনই মাল্টি পয়েন্ট ভিডির ব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে ভাষণ থানায় মামলা করেন। তার প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং নগদের পরিবেশক।

মামলা এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে ১৪ এপ্রিল সন্ধ্যায় ছয়টার দিকে ওই প্রতিষ্ঠানের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৩-৪ জন ব্যক্তি ঢুকে পড়ে তারা অস্ত্রের মুখে জিম্মি করে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী কে মার দূর শুরু করে। পরে প্রতিষ্ঠানের বোল্ট থেকে নগদ ৯৮ লক্ষ ১৮ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।

মামলার পর পুলিশের পাশাপাশি ঘটনা তদন্তের জন্য মাঠে নামে পুলিশ বুড়ো অফ ইনভেস্টিগেশন পিবি আই। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ফকিরাপুল কাঁচাবাজার বাজার থেকে গ্রেফতার করে ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুর রহমান রাজনকে। আব্দুর রহমান রাজন চাঁদপুরের ফকিরগঞ্জ থানাধীন গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন। তাদেরকে আদালতে পাঠানোর পর স্বীকারোক্তিমূলক জবানবন্দীদেয়। এর ভিত্তিতে বুধবার রাতে ভোলার দুলারহাট থানার শিকদারের চর কিল্লার মাঠ এলাকা থেকে জড়িত দুই ভাই উজ্জল হোসেন ও মিরাজ হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২২ লাখ ৫৫ হাজার টাকা

পিবিআই জানায় দুই মাস আগে পরিচয় হয় রবিউলের। দুজন রিয়াজ টাওয়ারের ঐ ডাকাতির পরিকল্পনা করে। এতে পার্টনার হিসেবে যুক্ত করা হয় মিরাজ উজ্জল এক পর্যায়ে উজ্জ্বলকে ডিবি কর্মকর্তা সাজিয়ে ওই প্রতিষ্ঠানে ঢুকে পড়ে ছয় যুবক বাহিরে পাহারায় ছিল আরও চারজন। ভিতরে ঢুকে যাওয়া যুবকরা জিম্মি করে সব কর্মকর্তাকে। ভিতরে থাকা কর্মকর্তাকে মারধোর করে অস্ত্রের মুখে জিম্মি করে। বোল্টে থাকা নগদ ৯৮ই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় এই দুর্বৃত্তরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লংগদুতে ট্রলি উল্টে হেলপার নিহত
৮ মে ২০২৫ দুপুর ১২:০২:৩৩

ভারতের ২১ বিমানবন্দর বন্ধ ঘোষণা
৮ মে ২০২৫ সকাল ১১:৪৭:০৩