• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩৪:২২ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩৪:২২ (08-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লংগদুতে ট্রলি উল্টে হেলপার নিহত

৮ মে ২০২৫ দুপুর ১২:০২:৩৩

লংগদুতে ট্রলি উল্টে হেলপার নিহত

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে ছয় চাকার ট্রলি উল্টে বিজয় চাকমা (২১) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রলির ড্রাইভার আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

৭ মে বুধবার রাতে ৪ নং বগাচতর ইউনিয়নের কাঠালতলী হেলিপেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিজয় চাকমা মাহিল্যা এলাকার গৌরাঙ্গ চাকমার ছেলে। জীবিকার তাগিদে গাড়িতে হেলপার হিসেবে কাজ করতো। বুধবার রাত নয়টায় মালামাল নিয়ে আসার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ দিকে ড্রাইভার সাগর (২৮) বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার সেকান্দর আলীর ছেলে। তিনিও গুরতর অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব জানান, মরদেহ ময়নাতদন্ত না করার জন্য নিহতের পরিবারের পক্ষ হতে আবেদন করা হয়েছে। তাই অপমৃত্যুর কারণে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ