• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৫২:৪৯ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৫২:৪৯ (08-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দর্শনায় পল্টু হত্যার ঘটনায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

৮ মে ২০২৫ সকাল ০৯:৪৯:১১

দর্শনায় পল্টু হত্যার ঘটনায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় নিরীহ পল্টু হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধবন অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার বিকেল সাড়ে ৫টায় দর্শনা রেল বাজার বটতলায় দর্শনা মুজিবনগর সড়কের পাশে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন দর্শনা আখ চাষি কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নান, আব্দুর কাইয়ুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের সমন্বয়ক তানভীর অনিক, নিহত পল্টুর মা সুরাতন নেছা, স্ত্রী শাবানা আক্তার ডালিম, বড় ছেলে রাতুল, ছোট ছেলে সাড়ে ৭ বছরের শিশু আরিয়ান, ভাতিজা ইমতিয়াজ আহমেদ রয়েল, ভাস্তি  জান্নাতুল প্রমি প্রমুখ।

এসময় নিহত পল্টুর মা বলেন, যারা দিনের বেলায় আমার ছেলেকে নির্মমভাবে খুন করেছে আমি তাদের ফাঁসি চাই। এতদিন পার হয়ে গেছে আমার ছেলে হত্যার বিচার পাইনি, এবার আমার ছেলের বিচার না হলে আমরা কোনভাবেই মেনে নেবো না।

নিহতের স্ত্রী বলেন, ঐ খুনি মান্নান, তোতারা আমার স্বামীকে দিনে-দুপুরে জনসম্মুখে খুন করে কালো টাকা আর ক্ষমতার দাপটে এতোদিন বুক ফুলিয়ে ঘুরে বেড়িয়েছে। এখন তারা ক্ষমতাচ্যুত হয়ে আত্মগোপনে আছে। কিন্তু কালো টাকার পাহাড় গড়ে ঠিকই দিন পার করে যাচ্ছে। কিন্তু ৬ বছর হয়ে গেলো আমরা আজও খুনের বিচার পেলাম না। এবার আমরা বিচার চাই। খুনিদের অবিলম্বে ফাঁসি চাই।

উল্লেখ্য, গত ২০১৯ সালের ২৩ আগস্ট প্রকাশ্য দিবালোকে জনবহুল দর্শনা রেলইয়ার্ডে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে ও সাবেক কাউন্সিলর মঈন উদ্দিন মন্টুর ছোট ভাই নঈমদ্দিন আহম্মেদ পল্টুকে (৩৮) কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একই গ্রামের মৃত ফরজ আলীর ছেলে মনজুর আহমেদকে (৪০) মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় পল্টুর ভাই মঈন উদ্দিন বাদী হয়ে ২৪ আগস্ট ২০১৯ দামুড়হুদা থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলার আসামীরা হলো, দর্শনা মোবারক পাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল মান্নান খাঁন (৪৭), কবির খালাসীর ছেলে শেখ আসলাম আলী তোতা (৪৮), দর্শনা পুরাতন বাজারের জিয়াউল হকের ছেলে দিপু রেজা (৪৬), মোবারকপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম ওরফে বাংলা (৪৬), বাদল খানের ছেলে মো. আলম (৪৮), ডা. শামসুল ইসলামের ছেলে মো. সোহেল (৪৫) ও ইমারত আলীর ছেলে আশিক (২৫)। এ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ