আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তানে ভারতের বিনাপ্ররোচনায় হামলার পর প্রতিবেশী দেশ দুটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা একে-অন্যের সঙ্গে কথা বলেছেন। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার প্রতিপক্ষের সঙ্গে কোনো কথা বলেছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে টিআরটি ওয়ার্ল্ডকে ইসহাক দার বলেন, ‘হ্যাঁ, দুপক্ষের মধ্যে যোগাযোগ হয়েছে।’ খবর জিও নিউজের।
মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তানে হামলা চালায়। এই হামলাকে পাকিস্তান ‘পরিপূর্ণ যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মাসে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে পারমাণবিক অস্ত্রধারী দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবারের হামলার মধ্য দিয়ে সেটি সংঘাতে রূপ নিল।
ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের ছয়টি অবস্থানকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ভারত। এ সবের মধ্যে রয়েছে মসজিদ থেকে শুরু করে জলবিদ্যুৎ কেন্দ্রের মতো স্থাপনাও। এই হামলায় প্রাথমিকভাবে শিশুসহ ৩১ জন বেসামরিক লোক নিহত এবং ৫৭ জন আহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান।
সংঘাতে ভারতের বিমান বাহিনীর পাঁচটি জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। এছাড়া সাতটি ড্রোন ধ্বংস এবং ভারতের একটি ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছে দেশটি। পাশাপাশি দুদেশের সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের বেশকিছু সীমান্ত চৌকি ধ্বংসেরও দাবি জানিয়েছে পাকিস্তান।
টিআরটি ওয়ার্ল্ডের সঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ভারত যা করেছে তা ক্ষমার অযোগ্য।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান কখন, কিভাবে এসব ঘটনার প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নেবে।’ তিনি আরও জানান, তুরস্ক সর্বপ্রথম ভারতের আগ্রাসনের নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।
ইসহাক দার বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতের পর প্রায় রাত ১টার দিকে হামলা চালায় ভারত। এই হামলার পর সকালে আমি সবার আগে যে ফোনটি পাই তা ছিল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর।’
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা হ্রাসে তার সদিচ্ছার কথা প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available