• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ রাত ১০:৫৯:৫৪ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ রাত ১০:৫৯:৫৪ (08-May-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

ছাগলের ঘাস কাটা নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

৮ মে ২০২৫ সকাল ০৯:১৬:৪৫

ছাগলের ঘাস কাটা নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি: ছাগলের ঘাস কাটার মতো তুচ্ছ ঘটনা নিয়ে মোস্তফা মিয়া (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

৭ মে বুধবার দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া সদর বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাগলের জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে পাশের বাড়ির তালিব মিয়ার ছেলেদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তালিব মিয়ার ছেলেরা মোস্তফা মিয়া, তার স্ত্রী ও ছেলে-মেয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় ধারালো দায়ের কুপে মোস্তফা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই মোস্তফা মিয়া মৃত্যুবরণ করেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, হত্যাকান্ডের ঘটনায় রুবেল ও আলা উদ্দিন নামে দুই জনকে আটক করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ঘোড়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৮ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৬