নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন,আওয়ামী লীগের সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার দলীয় কোন্দলে খুন হয়েছেন। তিনি এই হত্যা মামলার পুনঃতদন্ত চেয়ে বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় পরিকল্পিতভাবে আমার ছোট ভাই বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারকে ফাঁসানো হয়েছে।
৭ মে বুধবার দুপুরে টঙ্গী প্রেসক্লাব আয়োজিত ‘আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ডে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার’ শীর্ষক আলোচনা সভায় আহসানাল্লাহ মাস্টার হত্যা মামলার পুণঃতদন্ত চেয়ে বক্তারা বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড ছিলো আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীন কোন্দলের জের। কিন্তু এ হত্যাকাণ্ডকে পূঁজি করে আওয়ামী লীগ তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলো। আওয়ামী লীগ দেশব্যাপী পরিকল্পিতভাবে নারকীয় তাণ্ডব চালিয়ে তৎকালীন চার দলীয় জোট সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চেয়েছিলো। একইসাথে টঙ্গী বিএনপির জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারকে ফাঁসিয়ে আহসান উল্লাহ মাস্টারের পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে লাভবান হতে চেয়েছিলেন। এভাবে নূরুল ইসলাম সরকার সকলের বলির পাঠা হয়েছেন।
ঘটনার মূল পরিকল্পনাকারী আওয়ামী লীগ নেতা আজমত উল্লাহ খান টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের অনুপস্থিতিতে খালি মাঠে টানা ১৮ বছর টঙ্গী পৌরসভায় রাজত্ব করে গেছেন। ফলে ন্যায় বিচারের স্বার্থে এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করা হয় আলোচনা সভায়।
কারারুদ্ধ বীর মুক্তিযোদ্ধা নুরল ইসলাম সরকারের ছেলে সরকার শাহানুর ইসলাম রনি বলেন, আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। শুধুমাত্র তার জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সহসভাপতি শেখ মো. আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় টানা বারো বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণ হয়ে উচ্চ আদালত থেকে বেকসুর খালাসপ্রাপ্ত রাকিব উদ্দিন সরকার পাপ্পু এবং অবিভক্ত টঙ্গী থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান কালা, কারারুদ্ধ বীর মুক্তিযোদ্ধা নুরল ইসলাম সরকারের ছেলে সরকার শাহানুর ইসলাম রনি, টঙ্গী সফিউদ্দিন একাডেমী এণ্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তফা আমীর ফয়সল, সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available