ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই-আগস্ট বিপ্লবকে স্মরণ রেখে মাসব্যাপী বর্ষপূর্তি পালনে ‘লাল ব্যাচ’ পরিধান, সংগ্রহশালা উদ্বোধন ও ডকুমেন্টারি প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে আগামী ১২ জুলাই দুপুর ১২টায় ‘জুলাই-আগস্ট সংগ্রহশালা’ উদ্বোধন করা হবে।
গত ২ জুলাই বুধবার জুলাই-আগস্ট বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির প্রথম সভায় এসব কর্মসূচিসমূহ গৃহীত হয়। এসময় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে সভায় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামসহ কমিটির বিভিন্ন পর্যায়ের ২৬ জন সদস্য উপস্থিত ছিলেন।
গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ‘লাল ব্যাচ’ পরিধান, ১৬ জুলাই বেলা ১১টায় শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে ইবি স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন ও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান, ২ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস চলাকালে অনুষদ ভবনের নিচে জুলাই-আগস্ট আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন করা।
এছাড়া ৩ আগস্ট সকাল ১০টায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংহতি দিবস উপলক্ষে আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দুপুর ১২টায় প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন, ওইদিন সন্ধ্যা ৬টা থেকে ৬ আগস্ট ভোর ৬টা পর্যন্ত মেইন গেট, প্রশাসনিক ভবন, ভিসির বাসভবন, প্রশাসন ভবনের সামনের চত্বর ও আবাসিক হলসমূহে লাল সবুজ আলোকসজ্জায় সজ্জিতকরণ, ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজি, ৫ আগস্ট সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
উল্লেখ্য, এর আগে ২ জুলাই আহত শিক্ষার্থীদের আর্থিক সহয়তা প্রদান করেন উপাচার্য। উপরোক্ত কর্মসূচির বাইরে বিভাগ ও হলসমূহ প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে পারবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available