শেরপুর প্রতিনিধি: জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে চাই। ইতিপূর্বে শেরপুরের জনগণ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা স্বরণীয়। শেরপুর বাসী কোন অতিথি পাখিকে দেখতে চাইনা। দলের দুর্দিনে যাকে সবসময় কাছে পেয়েছেন সঠিক সময়ে তাকেই বেছে নিবেন।
৪ জুলাই শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার অন্তর্গত ১০ নং চরপক্ষিমারি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত আন্দোলন সংগ্রামে মাঠের নেতাদের দল মূল্যায়ন করবে বলেও জানিয়েছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি সদর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি মো. শফিকুল ইসলাম মাসুদ।
সভায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট মুখলেছুর রহমান জীবন, জেলা জাসাস'র আহ্বায়ক রমজান আলী, সদর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর গণী বাবু, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন, চরপক্ষিমারি ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা প্রমুখ।
এসময় শেরপুর জেলা বিএনপি স্থানীয় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available