• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে পৌষ ১৪৩২ রাত ০১:০৯:০৩ (12-Jan-2026)
  • - ৩৩° সে:
বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাখা ছাত্রদলের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। এসময় বেগম জিয়ার আত্মার শান্তি, তার পরিবার ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।