ইবি প্রতিনিধি: বিশ্বশান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে ‘ক্যারেক্টার ডে’ পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিয়েটার কর্মীরা৷
২ মে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা ফিলিস্তিনের উপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মোট ১১টি ক্যারেক্টার রোল প্রদর্শন করেন। অভিনয়ে তারা ফিলিস্তিনের নিরীহ মুক্তিকামী মানুষসহ ইসরায়েলের গণহত্যাকারীদের চরিত্র ফুটিয়ে তুলে বিশ্বকে ‘শান্ত হও, শান্তি দাও’ বার্তা দেন।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক নাঈমুল ফারাবি বলেন, নিরব দর্শক হয়ে বিশ্বের পাওয়ার হাউজগুলো আজ এই গণহত্যা দেখছে। ফিলিস্তিনিদের এই সীমাহীন কষ্ট আমরা অনুভব করছি না। মানুষ হিসেবে আমাদের লজ্জিত হওয়া উচিত। আমরা ফিলিস্তিন ও কাশ্মীরের মুসলিম ভাই-বোনদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী বলেন, যারা শান্তি রক্ষায় কাজ করে তাদেরকেও আমরা এখন কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখছি না। তাই গোটা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ থেকে আমরা চাচ্ছি, ‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, সবার মাঝে শান্তি ছড়িয়ে পড়ুক’। বর্তমান বিশ্বে চলমান সহিংসতা ও অরাজকতা দূর করতে আমাদের এই আয়োজন।
উল্লেখ্য, তৃতীয় বারের মতো বিশ্ববিদ্যালয় থিয়েটার শিল্পীরা এ আয়োজন করেন। ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের কষ্টের চিত্র ফুটিয়ে তুলে সারা পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দিতে এ আয়োজন করে সংগঠনটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available