নীলফামারী প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে নীলফামারীতে শ্রী বিজয় দাস (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
এ ঘটনায় ২ মে শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ডোমার বাজারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় ওই হিন্দু যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অবরোধের পরে বিরাট যানজটের সৃষ্টি হয়। পরে ডোমার থানার ওসি আরিফুল ইসলাম অবরোধকারীদের সাথে কথা বলায় অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
আটক বিজয় দাস নীলফামারীর ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের হরিহারা গ্রামের শ্রী সুরেশ দাসের ছেলে। গতকাল শুক্রবারের এ ঘটনায় রাতে ওই যুবককে আটক দেখানো হয়েছে। গতকাল ২ মে দুপুরে ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাজারের দুলাল মেম্বারের চাতাল থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, বিজয় দাসসহ একটি গ্রুপ নিয়মিত উগ্রবাদী সংগঠন ইসকনের সঙ্গে যোগাযোগ রাখে। তাদের অভিযোগ, ‘দেখলে তোমায় মায়া লাগে’ নামের একটি ফেসবুক আইডি থেকে নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে কয়েকদিন আগে একটি পোস্ট দেয়া হয়, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে।
এলাকাবাসীর দাবি, আমরা এলাকায় হিন্দু-মুসলিম মিলেমিশেই বসবাস করি। কিন্তু ওই যুবক ইচ্ছাকৃতভাবে এলাকার সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
অভিযুক্ত বিজয় দাস বলেন, জুয়ায় হেরে আমি গত বুধবার আমার মোবাইল ফোন বিক্রি করে দিয়েছি, বর্তমানে আমার কাছে কোনো মোবাইল নেই। ফেসবুক আইডির পাসওয়ার্ড আরও ৩-৪ জন জানে, তাদের কেউ এমন পোস্ট দিয়ে থাকতে পারে। তবে তিনি ইসকনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এলাকাবাসী বিজয় দাস নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয়দের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। আটক বিজয় দাসকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available