• ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ সকাল ০৯:১১:১৪ (04-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ সকাল ০৯:১১:১৪ (04-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা ও ভাংচুর

৩ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:৩২

সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা ও ভাংচুর

সাতক্ষীরা প্রতিনিধি: চিকিৎসা সেবা দিতে দেরি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ব্যাপক ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনরা।

৩ মে শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর জরুরী বিভাগে চিকিৎসা সেবা দেয়া সাময়িক বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়ে দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী ।

চিকিৎসক ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে জমি জায়গার বিরোধের জেরে আহত হয়ে শাহিন নামের এক রোগী সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হয়। এর পরে সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়ায়।

এক পর্যায়ে তারা স্টাফদের ওপর হামলা চালিয়ে জরুরি বিভাগে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসকদেরকেও মারপিট করে তারা। হামলায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ জরুরি বিভাগে চিকিৎসা সেবা সাময়িক বন্ধ করে দেয়।

এ ঘটনায় অফিস স্টাফ ফরিদ, মাসুদ, নাস সোনাহা পারভিন, মর্জিনা খাতুন ও ঢাকা থেকে আসা ডা. তানভির হাসান নামে একজন চিকিৎসকসহ বেশ কয়েকজন আহত হয়।

হামলার ঘটনায় নার্স মর্জিনা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ