• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:২১:৪০ (10-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:২১:৪০ (10-May-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

নবীনগরে রাধিকা সড়কে আবারও ঝরল প্রাণ

১০ মে ২০২৫ সকাল ১১:২৪:১৩

নবীনগরে রাধিকা সড়কে আবারও ঝরল প্রাণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘রাধিকা’ সড়কে ৯ মে শুক্রবার রাতে দ্রুতগামী মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজনের প্রাণ ঝরল।  নিহত ব্যক্তির নাম আক্তার খন্দকার (৬০)। তার বাড়ি নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএ) ডা. কিশলয় সাহা রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাতায়াতের অন্যতম ‘রাধিকা’ সড়কের শিবপুরের কাছে ৯ মে শুক্রবার রাত ৮টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার নামের এক যাত্রী নিহত হন। ওই সংঘর্ষে দুই চালকসহ সিএনজিতে থাকা সবাই গুরুতর আহত হন। আহতদের মধ্যে চারজনকে রাতেই ঢাকায় রেফার করা হয়।

ডা. কিশলয় সাহা আরও জানান, ‘ঢাকায় রেফার করা গুরুতর আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা খুবই শোচনীয়। যাদের বাঁচার সম্ভাবনা খুবই কম।’

স্থানীয়রা জানান, নবীনগরের সঙ্গে জেলা সদরে যাতায়াতের জন্য প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাধিকা সড়কটি চালু হওয়ার পর থেকে গত দুবছর ধরে এটি ‘মরণ সড়ক’ হিসেবে পরিচিতি পায়। প্রায় প্রতি মাসেই একাধিক সড়ক দুর্ঘটনায় এ সড়কে হতাহতের ঘটনা ঘটছেই। ফলে সড়কটিতে মৃতের সংখ্যাও দিন দিন বাড়ছে।

এ নিয়ে বিগত দুই মাসে অন্তত ২৬টিরও বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে প্রায় ১৭ জনের বেশি পঙ্গুত্বের জীবন বহন করছে। মৃত্যু বরণ করেছে শিশুসহ মহিলা-পুরুষ ৭ জন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইদানিং জনসচেতনামূলক মাইকিংসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও এ সড়কে কোনোভাবেই সড়ক দুর্ঘটনা কমছে না।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক শুক্রবার রাতে জানান, ‘নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তবে নবীনগরের সুশীল সমাজের দাবি, অবনতি বিলম্বে বেপরোয়া মটর সাইকেল চালানো বন্ধ করতে হবে। হেলমেট না পড়লে মামলা করতে হবে। সুনির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করে না চললে এ রোডে যাতায়াত বন্ধ করে দিতে হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









এবার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
১০ মে ২০২৫ বিকাল ০৩:২৫:৪৯