• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:০৫ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:০৫ (09-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

৮ মে ২০২৫ সকাল ০৯:০২:২৭

নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলীপ রায় (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

৭ মে বুধবার দুপুরের দিকে উপজেলার ধরনীগঞ্জ বাজারের দক্ষিন পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দিলীপ রায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিলীপ রায় তার বাড়ির সামনের মহাসড়কে খড় শুকাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ