নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিএনজির আরও দুই যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
৭ মে মঙ্গলবার সকালে মনোহরদী উপজেলার চঙ্গভান্ডা এলাকার ভাই ভাই পেট্রোল পাম্প ও মুরগির বাজারের মধ্যবর্তী একটি কালভার্টের উপর এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার এস আই মো. শহিদুজ্জান।
নিহত সিএনজি চালকের নাম মো. শাহিন (৩৫)। তিনি মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়ারা জানান, নরসিংদী থেকে মনোহরদীর হাতিদিয়া অভিমুখে যাওয়া একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে শাহিন গুরুতর আহত হন। শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা সম্পর্কিত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available