মাভাবিপ্রবি প্রতিনিধি: আজ ২৩ মে শুক্রবার সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। ২৮ টি দল এ উৎসবে অংশগ্রহণ করছে। ২৩ ও ২৪ মে দুইদিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
এ উপলক্ষ্যে মাভাবিপ্রবি'র পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের ৩য় অ্যাকাডেমিক ভবনের সেমিনার হলে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো.আনোয়ারুল আজীম আখন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান, বিজিই বিভাগের চেয়ারম্যান ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবু জুবাইর , ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির কো- মর্ডারেটর ড. জিয়াউর রহমান।
সভাপতিত্ব ও স্বাগত বক্তৃতা করেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোছা.রোকসানা রুকু। সঞ্চালনা করেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক তামান্না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available