• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই মাঘ ১৪৩২ রাত ০১:৪৪:২৭ (29-Jan-2026)
  • - ৩৩° সে:
সৈয়দপুরে ১১ বছরের শিশু হত্যার অভিযোগে গ্রেফতার-২

সৈয়দপুরে ১১ বছরের শিশু হত্যার অভিযোগে গ্রেফতার-২

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ১১ বছরের এক শিশু হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের নানী ও তার চাচাতো ভাইকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।২৩ জানুয়ারি উপজেলার লক্ষণপুর মুচিরহাট নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।স্থানীয়রা জানায়, ঘটনার একদিন পূর্বে সিয়াম হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবার তাকে বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এদিকে একদিন পর ওই ১১ বছরের সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশে পাথারে।এলাকার লোকজন পাথারে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় হত্যার সাথে জড়িত সন্দেহে নিহতের নানী ও তার চাচাতো ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয় পুলিশ।সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে দুইজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়। এখন পর্যন্ত এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।