সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: গণঅভ্যুত্থানে শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ অর্ন্তবর্তীকালীন সরকার হয়েছে এবং তাদের জন্য আমরা আজ নিরাপদে রাজনীতি করতে পারছি। তাদেরকে আমরা ভুলে গেলে চলবে না। বিএনপি ক্ষমতায় আসলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নিবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।
২৩ মে শুক্রবার দুপুরে নরসিংদীর মেহের পাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন।
নরসিংদীর আরমান মোল্লার পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার করতে পারেনি পুরোপুরি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই এমন প্রশ্ন ছুড়ে দেন।
এসময়, আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন রুহুল কাবির রিজভী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available