নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে আন্তঃজেলা ডাকাতদল বাদল বাহিনীর সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম ওরফে আলীমকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-১১।
২৩ মে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১। এর আগে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসষ্ট্যান্ড এলাকা থেকে হালিমকে গ্রেফতার করে র্যাব-১১।। আব্দুল হালিম বরগুনা জেলার সদর থানার আলতাফ চৌকিদারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে এবং তার দল ২০১২ সাল থেকে অদ্যাবধি বিভিন্ন জেলায় জেলায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন সময়ে শহরের ভালো বাড়ি এবং অর্থনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গের বাসা বাড়িকে লক্ষ্যবস্তু বানিয়ে এসব ডাকাতির কার্যক্রম করে আসছে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার দলে ৭-১৫ জন সদস্য রয়েছে যাদের প্রায় সবাই বরগুনা জেলার সদর থানা এবং বরগুনা জেলার আমতলি থানার স্থায়ী বাসিন্দা কিন্তু তারা বেশিরভাগ সময় ডিএমপি ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালি, মুন্সিগঞ্জ জেলাসমূহে তাদের ডাকাতি কার্যক্রমে লিপ্ত ছিল। ডাকাত সর্দার হালিম এর ভাষ্যমতে, ডাকাতি কাজে তারা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করে থাকে।
গ্রেফতারকৃত আসামি আব্দুল হালিম নাক বোচা হালিম ওরফে আলিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, হত্যা চেষ্টা, নারী ও শিশু নির্যাতন, মাদক, মানবপাচারসহ সর্বমোট ২২টি মামলা রয়েছে। এছাড়াও সে গত ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫টি ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে জানায়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রক্রিয়াধীন আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available