শেখ হাসিনা নিজের পরিবার ও আওয়ামী লীগকে ধ্বংস করেছেন: দুলু
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: শেখ হাসিনার রাজনৈতিক পদক্ষেপের কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে দাবি করে বিএনপি মনোনীত নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শেখ হাসিনা শুধু নিজের পরিবারকে ধ্বংস করেননি, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকেও ধ্বংস করে দিয়েছেন।’১৯ নভেম্বর বুধবার বিকেলে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের খোলাবাড়ীয়া বাজারে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।দুলু আরও দাবি করেন, ‘শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে, অপরাধী প্রত্যর্পণের যে চুক্তি রয়েছে, সে অনুযায়ী তাকে দেশে ফেরত আনতে ভারত সরকার সহযোগিতা করবে। যাদের পরিবারে হত্যাকাণ্ড ঘটেছে, তাদের দাবি শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হোক।’সভায় তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনে দেশে পরিবর্তন এসেছে এবং মানুষ এখন তাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আরও সচেতন।মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।