• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ১২:৫১:৩৫ (10-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ১২:৫১:৩৫ (10-Oct-2024)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ৩৪ পূজামণ্ডপে জেলা বিএনপি সভাপতির অনুদান প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে মানিকগঞ্জ পৌর এলাকার ৩৪টি পূজামণ্ডপে বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে ৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫ টায় গেলন্ড মুন্ন সিটিতে নিজ কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।এসময় তিনি বলেন, বিএনপি সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে। আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমরা সবাই বাংলাদেশি, আমরা একসাথে দেশটাকে গড়ে তুলবো।অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর পুরো মানিকগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, মন্দির-হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আফরোজ খান রিতাসহ বিএনপির নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।সভা শেষে আফরোজ খান রিতা নিজ তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে ৭ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এবার জেলার ৫১৩টি মণ্ডপে পূজা হচ্ছে। পর্যায়ক্রমে তিনি সকল পূজামণ্ডপেই সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।