বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা সমাধান করা হবে।২৭ জানুয়ারি মঙ্গলবার ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, ‘আমরা মানুষের জন্য রাজনীতি করি। দেশ পরিচালনার অভিজ্ঞতা কেবল বিএনপিরই আছে। দেশের বিদ্যমান সমস্যার কার্যকর সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।’তিনি অভিযোগ করে বলেন, ‘একটি দল পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো দেশ এগোতে পারে না। সে কারণেই বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলছে।’দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা সার্কিট হাউজ মাঠে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়। মঞ্চের মাঝখানে এলইডি স্ক্রিন এবং দুই পাশে ব্যানার স্থাপন করা হয়। বাম পাশে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ব্যানার টানানো হয়।নির্বাচনী সফরের অংশ হিসেবে ঢাকা ফেরার পথে তিনি আরও দুটি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।