• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে পৌষ ১৪৩২ সকাল ১০:৫৩:০৪ (11-Jan-2026)
  • - ৩৩° সে:
ঝিনাইগাতীতে মামলা ও কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সমাবেশ

ঝিনাইগাতীতে মামলা ও কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সমাবেশ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের মাধ্যমে দায়েরকৃত মামলা ও কারা নির্যাতনের শিকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১০ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার গজনী অবকাশ কেন্দ্রের শিশু পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জানানো হয়, ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগ শাসনামলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পাঁচ শতাধিক মামলা দায়ের করা হয়, যেখানে অন্তত ৭৫০ জন নেতাকর্মী আসামি হন। এর মধ্যে মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন বিল্লালের বিরুদ্ধে সর্বাধিক ২২টি মামলা দায়ের করা হয়।এছাড়া কারাবরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম মোস্তাফা। তিনি বিভিন্ন মামলায় মোট ১০৫ দিন কারাভোগ করেন। সর্বশেষ ২০২৪ সালে কারাবরণ করেন সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।মামলা ও কারাবরণের শিকার নেতাকর্মীদের সম্মানে এবং সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও শেরপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, আব্দুল মান্নানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।দোয়া ও মিলনমেলায় শুধুমাত্র মামলা ও কারাবরণের শিকার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা তাদের ওপর চালানো নির্যাতন, হয়রানি ও রাজনৈতিক মামলার অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।