• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩২ রাত ০৮:৫৮:৩৪ (07-Jan-2026)
  • - ৩৩° সে:
খাগড়াছড়িতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ শতাধিক সদস্য

খাগড়াছড়িতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ শতাধিক সদস্য

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিন শতাধিক নেতাকর্মী।৫ জানুয়ারি সোমবার বিকেলে শহরের আদালত সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। আর এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া।অনুষ্ঠানে এনসিপির নেতৃবৃন্দরা বলেন, জুলাই বিপ্লব পরবর্তী এনসিপি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা আজ অনুপস্থিত। তারা আশা করেছিলেন, এনসিপি সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে এবং ন্যায়ের পক্ষে রাজনীতি করবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে অবস্থান নেয়ায় তারা হতাশ হয়েছেন।এজন্য তারা স্বাধীনতাযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল বিএনপিতে স্বেচ্ছায় যোগ দিয়েছেন বলে জানান।যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন– এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ জেলা কমিটির ১৯ জন পদধারী নেতা।