সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ভিপি মফিজুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।২৯ জানুয়ারি বৃহস্পতিবার নোয়াখালী জেলা বিএনপির দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়, ভিপি মফিজুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সেনবাগ পৌর বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।এই বহিষ্কারাদেশ নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদের অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে।