জামালপুর-১ আসনে বিএনপির পথসভা অনুষ্ঠিত
জামালপুর (বকশিগঞ্জ) প্রতিনিধি: জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত এর পথসভা অনুষ্ঠিত হয়েছে।২৪ ডিসেম্বর দিনব্যাপী পথসভায় অংশ নিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এম রশিদুজ্জামান মিল্লাত।এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ সকাল ১১টায় পৌর শহরের দরিপাড়া ঈদগাহ মাঠ থেকে পথসভা শুরু করেন। তারপর এনএম হাইস্কুল মাঠে, পুরাতন গরুহাটিতে গোওয়ালগাও প্রাইমারি স্কুল মাঠ,শেষে মৌলভীবাজার পথসভা করেন তিনি।বকশীগঞ্জে তার আগমনে নেতাকর্মী ও ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পথসভায় লোকে লোকারণ্য হয়ে যায়।পথসভায় এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথির বক্তব্য রাখেন।এসময় পথসভায় উপস্থিত ছিলেন- এম রশিদুরজ্জান মিল্লাত-এর ছেলে ব্যারিস্টার সাহাজাত বিন শুভন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পিন্স, পৌর বিএনপি সভাপতি আনিছুর জামান (গামা), পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদারসহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা।