নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সামাজিক সংগঠন ও নানা শ্রেণির পেশাজীবী মানুষ।
২২ মে বৃহস্পতিবার বিকেলে ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন ফতুল্লা বন্ধু মহল, ফতুল্লা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি, ফতুল্লা সমবায় মার্কেট, নৌ শ্রমিক, লালপুর ও আল আমিন বাগ পঞ্চায়েত কমিটি এবং সর্বস্তরের এলাকাবাসী।
বক্তারা বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর রিয়াদ ভাই আমাদের পরিবারের মতো আগলে রেখেছেন। তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। আমরা এই মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য সচিব মো. রহমাতুল্লাহ, যুগ্ম সম্পাদক মো. শাওন ও মো. শহিদুল ইসলাম, বন্ধু মহলের উপদেষ্টা মো. সুজন, কোষাধ্যক্ষ শরিফ চৌধুরী, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ চৌধুরী, কার্যকরী সদস্য সেলিম চৌধুরী, পঞ্চায়েত কমিটির রেজাউল করিম, রফিকুল ইসলাম, আরিফুর রহমান জনি, সুরুষ মিয়া, মো. শাহ আলম, রবিউল শিকদার, জয়নাল আবেদীন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available