• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫৫:১৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫৫:১৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ডিবিসি’র প্রতিনিধির বিরুদ্ধে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে উস্কানি দেওয়ার অভিযোগে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন করেছে উন্নয়ন বোর্ড এলাকাবাসী।২৮ এপ্রিল সোমবার দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও নারীরা অংশগ্রহণ করেন।এতে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা আব্দুল ওহাব পাটোয়ারী, জয়নাল আবেদীন, মালেক কমিশনার প্রমুখ।বক্তারা বলেন, বিগত ১৯৯৯ সাল থেকে রাঙামাটির পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ সংলগ্ন এলাকায় স্থাপিত ফোরকানিয়া মাদ্রাসা ২০১৭ সালের দিকে স্থানীয় বানু কমিশনারের নেতৃত্বে জনৈক ভাসানী অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া ভোগ করে আসছিলো।সম্প্রতি স্বৈরাচারের পতনের পর স্থানীয় এলাকাবাসী সকলের প্রচেষ্ঠায় উক্ত মাদ্রাসাটি অবৈধ দখলমুক্ত করে সেখানে ইসলাম শিক্ষা পাঠদান শুরু করে। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় অবৈধ দখলমুক্ত মাদ্রসার নিউজ হলেও শুধুমাত্র ডিবিসি টেলিভিশনে সম্পূর্ণ বিপরীত ও বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।বক্তারা আরও বলেন, ডিবিসি টেলিভিশনের ফেসবুক পেইজেও ফটোকার্ড ছাড়া হয়েছে যাতে ধর্মপ্রাণ মুসলমান এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাই উক্ত মিথ্যা সংবাদ পরিবেশনকারী ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে বরখাস্ত করার দাবি জানায়।