• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১১:৩০:১২ (12-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

হারাগাছ থানার ওসি বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরে মাদক ও জুয়া নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হারাগাছ থানার ওসি আজাদ রহমানের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।১০ ডিসেম্বর বুধবার রাতে কাউনিয়ার হারাগাছ পৌর ভবন প্রাঙ্গণে থানার পাশে শহীদ মিনার চত্বরে “হারাগাছবাসী” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ওসি আজাদ রহমান গত নভেম্বরের মাঝামাঝি সময়ে দায়িত্ব গ্রহণের পর হারাগাছ পৌরসভা, সারাই ইউনিয়ন এবং রংপুর সিটির তিনটি ওয়ার্ডে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। মাদক ও জুয়া নির্মূলে ধারাবাহিক ও কঠোর অভিযান পরিচালনার ফলে এলাকায় শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়।পুলিশ কমিশনার ও ডিসি ক্রাইমের দিকনির্দেশনায় গত ৩১ দিনে পরিচালিত অভিযানে অর্ধশতাধিক মাদক কারবারি, সেবনকারী ও জুয়াড়িকে আটক করে থানা পুলিশ। এ অভিযানের ফলে মাদকসেবী ও জুয়াড়িদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক এমন সময় ওসি আজাদ রহমানের বদলি আদেশ জারি হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বক্তারা দ্রুত এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।জানা গেছে, গত ৬ ডিসেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে হারাগাছ থানাসহ মহানগরের ছয় থানার ওসিদের রদবদল করা হয়।