• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ সকাল ০৯:৪১:৪৪ (26-Jan-2026)
  • - ৩৩° সে:
নোয়াখালীতে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন কালিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন, শ্রীশ্রী দক্ষিণ শ্বরী কালী মন্দিরের কোষাধ্যক্ষ বাবু গোরঙ্গ গোস্বামী, আলাবক্স জামে মসজিদের পেশ ইমাম আব্দুল কাদের সাকেরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা অভিযোগ করেন, ডাকাতিসহ ছয় মামলার আসামি মিজানুর রহমান রনি গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে দাবি করেন তারা।কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে তারা হয়রানি বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।