ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরীর টেন্ডারবাজি, ঘুষ, অনিয়িম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে সংশ্লিষ্ট ঠিকাদাররা।৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২৫ অর্থ বছরের পথ্য সরবরাহ, স্টেশনারি সরবরাহ ও লিলেন ধোলাইর ঠিকাদার নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাপক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বুধবার দুপুরে উপজেলার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।এসময় ঠিকাদার আব্দুল করিম বলেন, ডা. সামাদ চৌধুরী টেন্ডারবাজ ঘুষখোর। তিনি অনিয়ম-দুর্নীতির মধ্যদিয়ে মোটাঅংকের টাকার বিনিময়ে তার নিজস্ব ঠিকাদারকে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছে। এমন সংবাদ পেয়ে ঠিকাদাররা তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে ঠিকাদারগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানকে একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে অংশ গ্রহণ করেন শরিফ মিলার, মনির, মাসুদ, বেলাল, ইসরাফিলসহ অন্যান্য ঠিকারগণ।উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, স্মারকলিপি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা এবং ভিত্তিহীন।