ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে কাঠ বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন। এই ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে।
২৩ মে শুক্রবার সকাল ৮ টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের মো. হালিম মিয়া (৬০)।
স্থানীয়রা জানায়, সকসলে আকবরনগর-মিরারচর বাসস্ট্যান্ডে মালবাহী ট্রাক অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে মুরগী বাজারের উপরে উঠে পড়ে! এতে আকবরনগর গ্রামের আলিম মিয়া নামের এক ব্যক্তি ও ঝগড়ারচর গ্রামের পশ্চিম পাড়ার মো. আঙ্গুর মিয়া নামে একজন সহ মোট ২ জন নিহত হয়েছে এবং পাচজন আহত হয়েছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠ বোঝায় ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় ট্রাক চাপায় দুইটি সিএনজির দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির যাত্রীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available