সাত বছরের অপহৃত শিশুকে উদ্ধার করল পুলিশ, আটক ১
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী রাইয়ানকে উদ্ধার ও অপহরণকারী আল-আমিনকে (২০) আটক করেছে পুলিশ।১৭ মার্চ সোমবার বেলা ১২টার দিকে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে আসামি আল-আমিনকে আটক করে। এসময় শিশু রাইয়ানকে উদ্ধার কর হয়। রাইয়ান তার গ্রামের চেঙ্গাকান্দি দারুল কোরআন মাদ্রাসা মক্তব (শিশু শ্রেণি) শ্রেণিতে অধ্যয়নরত।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ শনিবার তারিখে দুপুরে অপহরণকারী মাদ্রাসা পড়ুয়া শিশু রাইয়ানকে ভালো থাকা-খাওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসা থেকে ফুসলিয়ে টঙ্গী এলাকায় এনে আটক করে রাখে। এরপর শিশুটির বাবার মোবাইলে ইমুর মাধ্যমে তার ছেলের আটকাবস্থায় ছবি পাঠিয়ে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করে। দর কষাকষির একপর্যায়ে শিশুটির বাবা বিকাশের মাধ্যমে তিন কিস্তিতে (১৫০০০+১৫০০০+১০০০০) সর্বমোট= ৪০,০০০ (চল্লিশ হাজার টাকা) অপহরণকারীকে মুক্তিপণ বাবদ প্রদান করেন। কিন্তু মুক্তিপণের টাকা পাওয়ার পরও ভিকটিমকে পরিবারের নিকট ফেরত না দিয়ে ট্রেনে করে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। মেরে ফেলার হুমকি দিয়ে বিভিন্ন ট্রেনে ও স্টেশনে জোরপূর্বক ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার পরিকল্পনা করে। শিশুটি প্রাণের ভয়ে কারো নিকট কিছু প্রকাশ করার সাহস পায়নি।পুলিশ আরও জানান, শিশু রাইয়ান ও অপহরণকারী একই গ্রামের এবং পূর্ব পরিচিত। রাইয়ানকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।