• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ সকাল ১১:০৩:৩১ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ সকাল ১১:০৩:৩১ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

দেবহাটার খলিশাখালি এলাকায় অপরাধ রুখতে প্রয়োজন পুলিশ ফাড়ি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার খলিশাখালি এলাকায় অপরাধ দমনের জন্য একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। খলিশাখালি একটি জনবহুল এলাকা। এই এলাকায় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা ব্যক্তিমালিকানাধীন ১৩২০ বিঘা জমি শেখ মুজিবুর রহমানের নামে আবাসন প্রকল্প করে দখল করে সেখানে মাদক আখড়াসহ বিভিন্ন ধরনের অপরাধের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছেনে।এলাকাবাসীরা বলছে দেবহাটা থানা থেকে খলিসাখালির গুরুত্ব প্রায় ১০ কি.মি. হওয়ার কারণে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের জন্য আইনের দ্বারস্থ হতে হিমশিম খেতে হয়। তাই এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে, এটি অপরাধ দমনে সহায়ক হবে এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।খলিশাখালি এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান , সামাদ আলী, আশরাফ উদ্দীনসহ অনেকে জানান-এই এলাকায় ভূমিদস্যুরা মালিকানাধীন ভূমিগ্রাস করে এখানে অবস্থান করে সন্ত্রাসীরা দেশের বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ডের আস্থানা গেড়ে বসেছে। এই কারণে, এখানে অপরাধের সম্ভাবনাও বেশি। তাই এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে, পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে যেতে পারবে এবং অপরাধীদের গ্রেফতার করতে পারবে।এছাড়াও একটি পুলিশ ফাঁড়ি এলাকার মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সৃষ্টি করবে। যখন মানুষ জানবে যে তাদের এলাকায় একটি পুলিশ ফাঁড়ি আছে, তখন তারা আরও বেশি নিরাপদ বোধ করবে এবং অপরাধের শিকার হওয়ার ভয় কম পাবে।তাই এলাকাবাসীর দাবি, খলিশাখালি এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা অত্যন্ত জরুরি। এটি এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সহায়ক হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।