গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ উপর হামলার ঘটনার মামলা আসামি করা হয়েছে দুই বিএনপির নেতাকে। প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৭ মে বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার থানা রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মামলার আসামিরা হলেন, গাজীপুর জেলা যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মাজাহারুল ইসলাম মোল্লা, ও বরমী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. শওকত মীর।
জানা যায়, গত ৪ মে রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ’র উপর হামলা করে একদল দুর্বৃত্তরা। এই ঘটনায় গত ৫ মে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি আল আমিন আল আমিন খন্দকার বাদী হয়ে ১০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ৭৫ নাম্বার আসামি করা হয়েছে গাজীপুর জেলা যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মাজাহারুল ইসলাম মোল্লাকে। এবং ৭৩ নাম্বার আসামি করা হয়েছে বরমী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদের সাবেক আহ্বায়ক মো. শওকত মীরকে।
মানববন্ধনে অংশ নেয়া জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল বলেন, হাসনাত আবদুল্লাহ উপর হামলা হলো চান্দনা চৌরাস্তায়। যাদের আসামি করা হয়েছে তাদের বাড়ি শ্রীপুরে। তাহলে তারা কি আকাশ দিয়ে উড়ে গিয়ে হামলা করলো। আরেকটি কথা ওরা নিজেরাই হামলা কারা করছে তারা সংবাদ সম্মেলনে বলছে। তাহলে বিএনপির নেতাকর্মীরা কেন আসামি? পুলিশ প্রশাসনে সঠিক তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
মামলার এজাহার ভুক্ত আসামি মাজাহারুল ইসলাম বলেন, নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব:) আব্দুল্লাহ আল মাহমুদ ওনার বাড়ি আমাদের ইউনিয়নে। তার সঙ্গে আমাদের সামাজিক বিরোধ রয়েছে। সে কারণেই তিনি সুপরিকল্পিত ভাবে আমাকে মামলায় ফাঁসিয়েছে। তানাহলে কেন বিএনপির নেতাদের আসামি করবে। এটা শুধু মাত্র প্রতিহিংসার রাজনীতি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোকন প্রধান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওহেদুল ইসলমা এরশাদ, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম সজিব, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মিজান শেখ, পৌর যুবদলের সদস্য জহিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সম্রাট, বরমী ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম, বরমী ইউনিয়ন কৃষকদল নেতা ইমরুল হাসান রাজু, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলমসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available