• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৩৭:০০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৩৭:০০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

আবারও কুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।২৬ এপ্রিল শনিবার রাত আটটার দিকে কুয়েট সংলগ্ন নগরীর ফুলবাড়িগেট এলাকায় খাবার খেতে গেলে তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।হামলায় আহতরা হলেন, কুয়েটের ১৯ ব্যাচের ছাত্র ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদ।  আহতদের কুয়েট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।শিক্ষার্থীরা বলেন, ভিসি মাছুদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়া কুয়েটের ৪ শিক্ষার্থী রাতে খাবার খেতে ফুলবাড়িগেট বাসস্ট্যান্ডে যায়। এ সময় ১০/১২ জন যুবক লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায়। পরে আহত শিক্ষার্থীদের কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।খানজাহান আলী থানার ওসি কবীর হোসেন বলেন, দুর্বৃত্তদের আটক করার চেষ্টা করা হচ্ছে। এদিকে ঘটনার প্রতিবাদে কুয়েটের  শিক্ষার্থীরা রাত ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। বিশ্ববিদ্যালয়ের কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে।পরে শহীদ মিনারে সামনে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা বলেন,  অবিলম্বে দোষীদের গ্রেফতার করে তাদের শাস্তির নিশ্চিত করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।