• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৩৮:১৪ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৩৮:১৪ (20-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

যথাযোগ্য মর্যাদায় রাবিপ্রবিতে স্বাধীনতা দিবস উদযাপন

২৭ মার্চ ২০২৪ সকাল ১১:০৬:৩৯

যথাযোগ্য মর্যাদায় রাবিপ্রবিতে স্বাধীনতা দিবস উদযাপন

রাবিপ্রবি প্রতিনিধি: দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি)  স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।

এছাড়াও বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, কর্মকর্তা এসোসিয়েশন, কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধীমান শর্মা অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নিখিল চাকমা, রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি গৌরব চাকমা ও একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার মাহবুব আরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি নেয়। এক সাগর রক্ত, ৩০ লক্ষ জীবন ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই সোনার বাংলাদেশ আমাদের লাল সবুজের পতাকা পেয়েছি। আমাদের এই দেশকে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।

আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, তাদেরকে এই দেশ গড়ার কাজে যাতে সহযোগিতা করতে পারে ও বেড়ে উঠতে পারে, সেই বিষয়ে আমরা সচেষ্ট হবো। আমাদের দায়িত্ব হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে গড়ে তোলা ও শিক্ষিত করে গড়ে তোলা।"

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ