নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যানে হামলা হয়েছে। ওই গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
৯ মে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের গ্রিন্ডলেজ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
এসময় ইট-পাটকেলের আঘাতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷সদর মডেল থানার এক পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক মেয়র আইভীকে বহনকৃত পুলিশের গাড়িটির সামনে এবং পিছনে থেকে গ্রেফতারের প্রতিবাদে নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিল করছিলেন। শহরের কালিবাজার এলাকায় গাড়িটি পৌঁছালে স্বর্ণপট্টির রাস্তা থেকে একদল যুবক ইট-পাটকেল ছুড়তে থাকে৷এ সময় দু’টি হাতবোমা বিস্ফোরণ হতে দেখা যায়। পরে পুলিশ দ্রুত বেগে গাড়ি চালিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আইভীকে নিয়ে যায়। হামলাকারীদের দলটি পরে শহরে ঝটিকা মিছিল করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা ওসি নাসির উদ্দিন আহমেদ হামলায় কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available