আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। দেশটির দাবি, ভারত-শাসিত কাশ্মির ও পাঞ্জাবের ওই তিনটি স্থাপনায় হামলা করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
তবে ভারতের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটি বলছে, ভারত-শাসিত কাশ্মিরে কোনও হামলার দায় পাকিস্তানের নয়। ৯ মে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান ভারত-শাসিত কাশ্মিরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে ভারতের সেনাবাহিনী দাবি করেছে।
তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ভারতের এই দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ভারত-শাসিত কাশ্মিরে কোনও হামলার দায় তার দেশের নয়।
এছাড়া ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দাবি করেছে, ওইসব “হামলা”র ফলে তাদের কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি এবং হামলাগুলো “নিষ্ক্রিয়” করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, ‘জম্মু, পাঠানকোট আর উধমপুরে সামরিক ঘাঁটির ওপরে পাকিস্তানের দিক থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। এইসব হামলা রুখে দেওয়া হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’
বিবিসি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত-শাসিত কাশ্মিরের জম্মু শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এরপর ওই অঞ্চলটি ব্ল্যাকআউট তথা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া জম্মুরই আরেক শহর রাজৌরিতে প্রশাসন ব্ল্যাকআউট করে দিতে সাধারণ মানুষকে অনুরোধ করে।
এর আগে জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে।
জম্মুর বিমানবন্দর থেকেও বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল। জম্মু শহরের এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছিলেন, বিমানবন্দরের কাছে তিনি নিজে ‘১৬টি বস্তুকে’ পড়তে দেখেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available