• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৩৭:৩৫ (14-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৩৭:৩৫ (14-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

মধ্যরাতে ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

১৪ মে ২০২৫ সকাল ০৯:৪০:৪৫

মধ্যরাতে ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আরও তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় সময় ১৩ মে মঙ্গলবার মধ্যরাত থেকে চালানো ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫ জনই উত্তর গাজার বাসিন্দা।

১৪ মে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এই হামলার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এতে সেখানে চিকিৎসা নিতে আসা এক সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন নিহত হন।

এদিকে, সৌদি আরব সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব গাজা-ইসরায়েল সংঘাত বন্ধ করার জন্য কাজ করছেন।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এমন পরিস্থিতি কখনোই আসবে না, যেখানে আমরা যুদ্ধ বন্ধ করব।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ১৯ হাজার ৭২১ জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও হাজার হাজার মানুষ।

তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর পর থেকে হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক এক ১৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কাউনিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
১৪ মে ২০২৫ দুপুর ০১:০৭:৩৮