• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩২:২৯ (14-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩২:২৯ (14-May-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

১৪ মে ২০২৫ দুপুর ০১:৩৭:১২

সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের কালুরঘাটে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

১৪ মে বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, অধ্যাপক ইউনূস সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে এসে তিনি বন্দরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।  

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছানোর পরপরই তিনি বন্দর পরিদর্শনে যান। এরপর তিনি বেলা ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন।

প্রধান উপদেষ্টার আজকের সফরসূচিতে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান ও ভাষণ প্রদান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লেটারস (ডি.লিট.) উপাধি প্রদান করবে।

এ ছাড়াও, প্রধান উপদেষ্টা হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামে তার পৈতৃক বাড়ি পরিদর্শনে যাবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ