• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৫৮:১০ (14-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৫৮:১০ (14-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

১৪ মে ২০২৫ সকাল ১১:২০:১২

যুদ্ধবিরতির মধ্যেই ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিনের সংঘাত, হামলা-পাল্টা হামলা, গোলাগুলি ও উত্তেজনার পর কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসছে। উত্তেজনা আরও না বাড়ানোর জন্য উভয় দেশই নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগও রাখছে।

এর মধ্যেই কূটনৈতিক সংঘাতে জাড়িয়েছে ভারত ও পাকিস্তান। গুপ্তচরবৃত্তির অভিযোগে উভয় দেশই একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে। ১৪ মে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই দুই দেশ গুপ্তচরবৃত্তির অভিযোগে একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে। আর এই পদক্ষেপ উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

মূলত কর্মকর্তা বহিষ্কারের এই পাল্টাপাল্টি পদক্ষেপের শুরু হয় ভারতের পক্ষ থেকে। দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে “কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপের” অভিযোগে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হয় যখন দেশটির পাঞ্জাব রাজ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যাদের বিরুদ্ধে পাকিস্তানি এক হ্যান্ডলারকে সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে। পাঞ্জাব পুলিশ জানায়, ধৃতদের একজন পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তার নির্দেশে সেনাবাহিনীর চলাচলের তথ্য পাচার করছিল।

এই অভিযোগের পর ভারত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করে।

পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও একইদিন সন্ধ্যায় দিল্লিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করে। বহিষ্কৃত ওই কর্মকর্তার নাম শংকর রেড্ডি চিন্তালা। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, তিনি “কূটনৈতিক মর্যাদার অপব্যবহার করে গুপ্তচরবৃত্তিতে জড়িয়ে পড়েছিলেন”।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শংকর রেড্ডিকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে তার পরিবারসহ ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে এনে একটি প্রতিবাদপত্রও হস্তান্তর করে পাকিস্তান, যেখানে “অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের” তীব্র প্রতিবাদ জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর একইসঙ্গে ভারতীয় হাইকমিশনকে স্মরণ করিয়ে দেয়, কূটনৈতিক রীতিনীতি অনুসরণ করা এবং দায়িত্বের অপব্যবহার না করাই একটি দায়িত্বশীল রাষ্ট্রের আচরণ হওয়া উচিত।

মূলত পাল্টাপাল্টি এই বহিষ্কারের ঘটনা এমন এক সময় ঘটল, যখন পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ, অস্ত্রবিরতি লঙ্ঘন এবং ক্রস-বর্ডার হামলার অভিযোগে উত্তেজনা চরমে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



লংগদুতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু
১৪ মে ২০২৫ বিকাল ০৩:০২:৫৫





কাউনিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
১৪ মে ২০২৫ দুপুর ০১:০৭:৩৮