• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩২ ভোর ০৪:৫১:২০ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩২ ভোর ০৪:৫১:২০ (08-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

যুদ্ধ মানেই মুনাফার খেলা: নচিকেতা

৭ মে ২০২৫ দুপুর ১২:৩২:৩২

যুদ্ধ মানেই মুনাফার খেলা: নচিকেতা

আন্তর্জাতিক ডেস্ক: গানে গানে আশ্বস্ত করেছিলেন নচিকেতা চক্রবর্তী, ‘একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে’। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা। সেই সন্ত্রাসবাদের ভারতীয় প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’। ৬ মে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী।

এ সব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী। তাঁর কথায়, ‘একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি।’

গায়ক বরাবর স্পষ্টবাদী। তাঁর দাবি, ‘সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব ক’টির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ ‘স্পনসর’ করা! আমি প্রমাণ করে দেব।’ তাঁর মতে, এগুলো যুদ্ধের হিড়িক। এক শ্রেণি এর থেকে লাভবান হচ্ছে। নচিকেতা নিজের কথাপ্রসঙ্গে উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের।

তাঁর কথায়,  ‘মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি এবং ইতালি, দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।’

প্রাচীন ইতিহাস থেকেই গায়কের উপলব্ধি, যুদ্ধ মানেই মুনাফার খেলা। কাদের মুনাফা, সেটা বুদ্ধিমানেরা সহজেই বুঝে যান। সূত্র: আনন্দবাজার অনলাইন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব
৭ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৭