• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৪৪:৪১ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৪৪:৪১ (08-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিক আটক

৭ মে ২০২৫ রাত ০৯:২১:১০

খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ সীমান্ত দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৭ মে বুধবার ভোরে মাটিরাঙা ও পানছড়ির কয়েকটি স্থান থেকে বিজিবি তাদের আটক করে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন এবং পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন অনুপ্রবেশ করে।

এদের মধ্যে শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন সেখানকার হাজীপাড়া আবুল মাস্টারের বাড়িতে অবস্থান করছিল। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

আটককৃত ২৭ জন গুজরাটের বাসিন্দা দাবি বলে দাবি করছে। গুজরাটের হলেও আটককৃতরা বাংলা ভাষাভাষী। তাদেরকে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করায়। বাকিদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিককে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো হয়েছে।

বিজিবি বিষয়টি দেখভাল করছে এবং আটককৃতরা সবাই তাদের হেফাজতে রয়েছে। বিজিবির সাথে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদেরকে দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









লংগদুতে ট্রলি উল্টে হেলপার নিহত
৮ মে ২০২৫ দুপুর ১২:০২:৩৩

ভারতের ২১ বিমানবন্দর বন্ধ ঘোষণা
৮ মে ২০২৫ সকাল ১১:৪৭:০৩