• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১২:৩১:১৭ (30-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১২:৩১:১৭ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩৩ জন নিহত

১৫ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৬:১৭

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। তিনদিনের বেশি সময় ধরে ভারী বর্ষনের ফলে বন্যার সৃষ্টি হয়। আফগান সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দফতর এ তথ্য নিশ্চিত করে।

সংশ্লিষ্ট বিভাগের মুখপাত্র জনান সায়েক বলেন, ১২ এপ্রিল শুক্রবার থেকে ১৫ এপ্রিল সোমবার পর্যন্ত টানা বৃষ্টির কারণে আকস্মিক এ  পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি।

প্রাথমিক তথ্যে দেখা গেছে, বন্যায় ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৭ জন আহত হয়েছে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বন্যায় মাটি ভেঙে ভবনের ছাদ ধসে।

দফতর আরও জানায়, এতে প্রায় ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) রাস্তা ভেঙে গেছে এবং প্রায় দুই হাজার একর কৃষিজমি বন্যার পানিতে ভেসে গেছে।

দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে প্রায় ২০টি প্রদেশেই প্রবল বৃষ্টি আঘাত হেনেছে। ফলে আকস্মিক বন্যায় এ পরিস্থিতির তৈরি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভবন ধসের ঘটনা ঘটে।

এর আগে ফেব্রুয়ারিতে পূর্ব আফগানিস্তানে ব্যাপক তুষারপাতের পর ভূমিধসে কমপক্ষে ২৫ জন নিহত হয়। এছাড়া মার্চে তিন সপ্তাহ ধরে চলা বর্ষণে প্রায় ৬০ জন প্রাণ হারায়।

জাতিসংঘ গত বছর সতর্ক করেছে যে, আফগানিস্তান চরম আবহাওয়ার কারণ বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরন বদলে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
২৯ এপ্রিল ২০২৪ রাত ০৯:২৯:৩০







মাভাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৫৩