• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ সকাল ১০:৩৮:৫৬ (17-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খুলনায় সড়ক দুর্ঘটনায় ১ নারী নিহত, আহত ৫

খুলনা ব্যুরো: খুলনায় সড়ক দুর্ঘটনায় এম্বু‌লেন্স নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এম্বু‌লেন্স যাত্রী তাস‌লিমা বেগম ময়না (৩৫) না‌মে এক নারী নিহত হ‌য়ে‌ছেন। এ সম‌য় আহত হ‌য়ে‌ছেন তিন পথচারীসহ ৫ জন।১৩ আগস্ট বুধবার বেলা ১১টার দি‌কে খুলনা সাতক্ষীরা সড়‌কের বা‌লিয়াখালী নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।চুকনগর হাইও‌য়ে প‌ু‌লি‌শের ইন্স‌পেক্টর মো. ফজলুল করীম জানান, সাতক্ষীরা জেলার কা‌লিগঞ্জ উপ‌জেলার মৌতলা গ্রা‌মের আ‌রিফুল ইসলাম‌কে তার স্বজনরা এম্বু‌লেন্স‌যো‌গে খুলনায় চি‌কিৎসার জন‌্য নি‌য়ে যা‌চ্ছিল। রোগীবা‌হি এম্বুলেন্স‌টি খুলনা-সাতক্ষীরা মহাসড়‌কের বা‌লিয়াখালী নামক স্থা‌নে পৌঁছা‌লে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। এ সম‌য়ে আহত হন, নিহতের স্বামী আ‌রিফুল ইসলাম ও ভাশুর রিয়াজুল ইসলাম। এম্বু‌লে‌ন্সের ধাক্কায় আহত হন লাভলী, ম‌র্জিনা ও হা‌সিনা না‌মে তিন পথচারী।তি‌নি আরও জানান, আহতরা ডুমু‌রিয়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে চি‌কিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হয়েছে। এবিষয়ে  পরব‌র্তি আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।