• ঢাকা
  • |
  • বুধবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৩৫:০৩ (15-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৩৫:০৩ (15-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

রাফাহতে ইসরাইলি বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত

২৯ এপ্রিল ২০২৪ সকাল ১০:২২:৩৯

রাফাহতে ইসরাইলি বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

এ হামলায় নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।

২৯ এপ্রিল সোমবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অবরুদ্ধ গাজার রাফাহ শহরে তিনটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। অন্যদিকে নিহতের সংখ্যা ১৫ বলে জানিয়েছে হামাস মিডিয়া আউটলেট।

রাফাহতে এই হামলা এমন এক সময়ে হলো যখন ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য হামাসের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে মিসর।

এই হামলার বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজারের বেশি মানুষ।

এদিকে রাফাহতে ইসরায়েলের অভিযান থামাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি মনে করেন, আমেরিকাই পারে এই অভিযান থামাতে।

রোববার সৌদি আরবে এক সম্মেলনে মাহমুদ আব্বাস বলেন, ইসরাইলকে রাফাহতে হামলা না চালাতে অনুরোধ করার জন্য আমরা আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছি। রাফাহ গাজার মিশর সীমান্তে অবস্থিত। ইসরাইলের অভিযানের মুখে গাজার বাদবাকি অংশ থেকে ১০ লাখেরও বেশি বাসিন্দা পালিয়ে গিয়ে এ নগরীতে আশ্রয় নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ