• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:৩৫:৩৫ (16-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:৩৫:৩৫ (16-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে ফিলিস্তিনিদের পক্ষে ইহুদি ছাত্র

২৯ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪৫:৫৫

গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে ফিলিস্তিনিদের পক্ষে ইহুদি ছাত্র

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যপক প্রতিবাদ ও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে এ বিক্ষোভে অংশ নিয়েছেন। ইতোমধ্যে শতাধিক ছাত্র-ছাত্রী গ্রেপ্তারও হয়েছেন; বিক্ষোভে অংশ নেওয়া যাদের প্রায় সকলেই মুসলিম শিক্ষার্থী।

এমন বিক্ষোভে দেখা গেলো ব্যতিক্রম, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে এবার ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন এলিজা কালেহনবার্গ নামের এক ইহুদি ছাত্রও। তার দাবি, ইসরায়েল গাজায় যেটি চালাচ্ছে, সেটি নিছকই গণহত্যা ছাড়া কিছুই না।

সম্প্রতি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে ২১ বছর বয়সী এলিজা বলেন, ইহুদীদের আলোচনায় যখন ফিলিস্তিনের বিষয়টি চলে আসে, তখন সকলেই ১৯৪৮ সালের ইতিহাস ভুলে যান; নয়তো আপনারা এটি সম্পর্কে অবগত নন। মূলত ইহুদী চর্চায় আরব কিংবা ফিলিস্তিনিদের সরাসরি বর্ণবাদী হিসেবেই উল্লেখ করা হয়।

এলিজা বলেন, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার মানেই যে ইহুদীবিরোধী, তা নয়। যখন আমি হিব্রু স্কুলে (ইহুদীদের ধর্মীয় মক্তব) পড়ি,  সেখানে অনেক ফিলিস্তিনিদের সাথেও পরিচিত হই। তাদের সম্পর্কে জেনেছি এবং যা বুঝতে পেরেছি, তা হল, ফিলিস্তিনি সংস্কৃতির সাথে আমাদের ইহুদী সংস্কৃতির যতটা মিল রয়েছে, তা আর অন্য কোনো জনগোষ্ঠীর কিংবা গোত্রের সাথে নেই।

এলিজা নামের এই ইহুদী ছাত্র আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। যেমন, আমাকে রীতিমতো ইহুদীবিরোধী মনে করা হয়। কেউ 'কাপো' (ইহুদীকে ঘৃণাকারী) বলেও সম্বোধন করেন। কিন্তু এরপরও সব মেনে নেই, কারণ আমি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছি, কারণ ফিলিস্তিনিরা আমার পরিবার, তারা আমার ভাই ও বোন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ