• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ রাত ০৮:৫০:৫২ (12-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ রাত ০৮:৫০:৫২ (12-May-2025)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

স্বপ্ন ছুঁয়ে নিউইয়র্ক পুলিশের ইউনিফর্মে বাংলাদেশি তরুণ রানা

১২ মে ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:০৯

স্বপ্ন ছুঁয়ে নিউইয়র্ক পুলিশের ইউনিফর্মে বাংলাদেশি তরুণ রানা

নিজস্ব প্রতিবেদক: আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ ও স্বনামধন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)- যেখানে চাকরি পাওয়া কেবল একটি পেশাগত অর্জন নয়, এটি অনেকের জন্য এক স্বপ্নপূরণ। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসে এই সুযোগের সন্ধানে, তবে সেই স্বপ্ন যখন এক বাংলাদেশি তরুণের বাস্তবতা হয়ে ওঠে, তখন তা কেবল ব্যক্তিগত সাফল্য নয়, সমগ্র জাতির জন্য হয়ে ওঠে এক গর্বের প্রতিচ্ছবি। এমনই একজন অনুপ্রেরণার নাম আবু ইউসুফ, যিনি আপনজনদের কাছে পরিচিত রানা নামে।

রানার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার চন্দ্রপুর ইউনিয়নের কীর্তিনগর গ্রামে, সেখানেই তার জন্ম। পরে ২০০৫ সাল থেকে তিনি ঢাকার মধ্য বাড্ডায় বেড়ে ওঠেন। ফ্যামিলির মধ্যে তিনি সবচেয়ে ছোট, এবং তার বড় ভাই জুয়েল রানা-ও বর্তমানে NYPD-তে কর্মরত আছেন—যা এই পরিবারটির জন্য এক অসাধারণ সম্মান এবং পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য অনুপ্রেরণার উৎস।

রানা প্রমাণ করেছেন সীমান্ত পেরিয়ে, ভিনদেশের সংস্কৃতিতে নিজেকে প্রতিষ্ঠা করা শুধু সম্ভবই নয়, দৃঢ় সংকল্প আর অধ্যবসায় থাকলে তা অনন্য উচ্চতাতেও পৌঁছাতে পারে। বাংলাদেশ থেকে নিউইয়র্ক শহরের রাস্তায় পুলিশের পোশাকে দায়িত্ব পালনের পথে তার এই যাত্রা কেবল একজন যুবকের সাফল্যের গল্প নয়, বরং হাজারো প্রবাসী তরুণ-তরুণীর সাফল্যের প্রেরণা। নিজের চেষ্টায় এবং দেশের পরিচয় বুকে ধারণ করে তিনি যেভাবে NYPD অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তা নিঃসন্দেহে এক সাহসের প্রতীক।

 

২০১৩ সালে বাংলাদেশে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের পর, রানা ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, হাতে ছিল প্রযুক্তিতে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন। এক নতুন দেশে, নতুন ভাষা ও সংস্কৃতির ভেতর নিজেকে মানিয়ে নেওয়া সহজ ছিল না। কিন্তু রানা থেমে থাকেননি। কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে তিনি ভর্তি হন নিউ ইয়র্ক সিটির বিখ্যাত NYC College of Technology (CityTech)-তে, যেখানে তিনি Information Technology নিয়ে পড়াশোনা করেন।

তবে শুধু মাত্র পড়াশোনাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি রানা। ২০১৭ সালে তিনি NYPD-এর অধীনে Cadet Program-এ যুক্ত হন এবং টানা ৭ বছর ধরে (২০১৭–২০২৪) এই প্রোগ্রামে কাজ করেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি আইন প্রয়োগ, জরুরি সেবা, কমিউনিটি এনগেজমেন্ট এবং পেশাগত নৈতিকতা সম্পর্কে গভীর জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এক Cadet থেকে NYPD Officer হয়ে ওঠার এই প্রস্তুতি ছিল ধৈর্য, দক্ষতা ও দায়িত্ববোধের এক অনন্য প্রকাশ।

২০২০ সালে রানা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন, যা তার জীবনে ছিল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এরপর ২০২৪ সালের অক্টোবরে তিনি অফিসিয়ালি NYPD-তে নিয়োগ লাভ করেন। বর্তমানে তিনি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিচ্ছেন, যা ২০২৫ সালের মে মাসে সম্পন্ন হবে। এরপরই তিনি একজন পূর্ণাঙ্গ পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন বিশ্বের সবচেয়ে বড় ও বহুমুখী শহর নিউইয়র্কে। উল্লেখ্য, NYPD শুধু মাত্র আমেরিকার নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে স্বনামধন্য পুলিশ বাহিনী, যেখানে কাজ করার সুযোগ পাওয়া বিশাল সম্মানের বিষয়।

নিজের এই যাত্রা সম্পর্কে আবু ইউসুফ (রানা) বলেন, আমি বাংলাদেশি পরিচয় নিয়ে গর্ব করি। আমার এই যাত্রা তাদের জন্য উৎসর্গ করছি, যারা প্রবাসেও স্বপ্ন দেখে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তা বাস্তবে রূপ দিতে চায়। আমি চাই, এই আমেরিকায়, আমার কর্তব্য পালনের মাধ্যমে দেশের সাধারণ মানুষ এবং আমার নিজের বাংলাদেশি কমিউনিটির জন্য কিছু করতে। আমি চাই, এই কমিউনিটির সঙ্গে মিশে, পাশে থেকে, তাদের সেবা করতে। তাদের সুখ-দুঃখে একজন সচেতন ও নিবেদিত মানুষ হিসেবে যুক্ত থাকতে। দেশ ও বিদেশ—দুই জায়গাতেই আমি মানুষের জন্য কাজ করতে চাই।

রানার এই অর্জন শুধু মাত্র তার নয়, এটি একটি কমিউনিটির গর্ব, একটি জাতির আত্মবিশ্বাস এবং হাজারো প্রবাসী তরুণের জন্য এক অনুপ্রেরণার নাম। প্রবাসে থেকেও নিজের দেশকে ভালোবাসা, দায়িত্ববোধ এবং সততার সঙ্গে কিছু করে দেখানো যে সম্ভব রানাই তার জীবন্ত উদাহরণ। তার এই গল্প প্রমাণ করে, সাহস, শিক্ষা ও নিষ্ঠা থাকলে সীমান্ত কোনো বাধা হতে পারে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ